Monday, November 25, 2019

সৌন্দর্যের বৈচিত্র্য!


কিছু কিছু মেয়ের সৌন্দর্য ভাতের ফ্যানের বুদবুদ এর মতো উথলে উথলে পড়ে। কিছু মেয়ের সৌন্দর্য মেঘলা আকাশের চাঁদের মতো লুকোচুরি খেলে। কিছু মেয়ের সৌন্দর্য ফুটন্ত কলাফুল এর মতো শান্ত স্নিগ্ধ। কিছু মেয়ের সৌন্দর্য নীল অপরাজিতার মতো শান্ত বাতাসে মৃদু দোলে আর শান্ত বিকেলে তিশির ফুলের সমারোহের মতো আভা ছড়ায়। কিছু মেয়ের সৌন্দর্য তিলের ফুলের মতো শান্ত মায়াবী। কিছু মেয়ের সৌন্দর্য রঙ্গিন প্রজাপতির মতো বিচিত্র নন্দনময়। কিছু মেয়ের সৌন্দর্য রংধনুর মতো দিপ্তিময় রসায়ন-সাহিত্য-মহাকাশতত্ত্ব।
আর কিছু মেয়ের সৌন্দর্য চৈত্রের কড়া রোদ্রের মতো।
কিছু ছেলের সৌন্দর্য বর্ষণমুখর আধার রাতে চালিয়ে যাওয়া বাইকের আলোর মতো। কিছু ছেলের সৌন্দর্য কামড় দিয়ে দুইভাগ করা কাঠবাদাম এর মতো। কিছু ছেলের সৌন্দর্য কাঠবিড়ালির মিতালির মতো। কিছু ছেলের সৌন্দর্য আটলান্টিক মহাসাগরের বরফের মতো। কিছু ছেলের সৌন্দর্য এশিয়া মাইনরের লৌহের মতো। কিছু ছেলের সৌন্দর্য রাজহংসের মতো। কিছু ছেলের সৌন্দর্য ধোঁয়াশার মতো। কিছু ছেলের সৌন্দর্য ঘোড়ার খুরে সৃষ্টি হওয়া ধুলিময় পথের মতো। কিছু ছেলের সৌন্দর্য চিপুনি দেওয়ার সময় পড়তে থাকা লেবুর রসের মতো। কিছু ছেলের সৌন্দর্য ফুটন্ত বাষ্পময় পানির মতো।

© মেহেদী হাসান
সৌন্দর্যবিজ্ঞানী, লেখক ও গবেষক।

No comments:

Post a Comment